শাড়ি পরে সেরা ছবি তুলুন অনায়াসে ১০টি পোজ দেখে নিন


 শাড়ি পরা সত্যিই এক অসাধারণ সুন্দরতা এনে দেয়, এবং সেই সৌন্দর্য যদি ক্যামেরায় বন্দি না হয়, তবে তা যেন সম্পূর্ণ হয় না। ফটোশুটের জন্য মডেল হওয়ার প্রয়োজন নেই, সঠিক পোজ ও সহজাত ভঙ্গিতেই আপনি হয়ে উঠবেন ফটোজেনিক। আপনি শাড়িতে আরও গ্ল্যামারাস ও মনোমুগ্ধকর দেখাতে পারেন। এখানে আমি ১০টি পোজের আইডিয়া দিলাম, যা আপনাকে সাহায্য করবে আপনার পরবর্তী শাড়ি ফটোশুটে সেরা পোজ বেছে নিতে:


১. হাতের মুভমেন্টে বসে পোজ দেওয়া



২. ক্যামেরায় লুক না দিয়ে ছবি তোলা


৩. পুজোর থালা হাতে শাড়ি পোজ


৪. মিরার পোজ রেডি হতে হতে


৫. দোলনায় বসে মিষ্টি হাসিতে শাড়ি পোজ


৬. পুজোর ফুল হাতে শাড়ি পোজ


৭. সিম্পল বসার সাথে শাড়ি পোজ


৮. চুলে হাত রেখে শাড়ি পোজ


৯. সিঁড়িতে বসা অবস্থায় শাড়ি পোজ


১০. হাজির সাথে ন্যাচারাল লুকে শাড়ি পোজ


Post a Comment

Previous Post Next Post